top of page

বাড়িতে সহজে গোলাপ ফুল চাষ,

  • Writer: Ezaz Maruf
    Ezaz Maruf
  • May 6, 2019
  • 4 min read

ree

*কিভাবে গোলাপ ফুলের টব/মাটি তৈরি করবেন

*গোলাপ ফুল চাষে কি ধরণের টব/পাত্রের আকৃতি বাছাই করবেন

*গোলাপের জাত বাছাই করা

*গোলাপ ফুল চাষ/রোপনের সঠিক সময়

*কিভাবে গোলাপ ফুলের চারা লাগাবেন ও সঠিক নিয়মে পানি সেচ দিবেন

*সঠিক নিয়মে গোলাপ ফুলের চাষাবাদ পদ্ধতি/কৌশল

*গোলাপ ফুল গাছে সারের পরিমাণ ও সার প্রয়োগ

*গোলাপ ফুলের বাগানে পোকামাকড় দমন ও বালাইনাশক/কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন

*কিভাবে গোলাপ ফুল বাগানের যত্ন ও পরিচর্যা করবেন

*কখন ও কিভাবে ফুল সংগ্রহ ও সংরক্ষণ করবেন

*কি পরিমাণ গোলাপ ফুল পাওয়া যাবে



ফুল সবারই পছন্দ। আর সেটা যদি হয় গোলাপ তাহলে কথাই নেই। গোলাপ হল ফুলের রাণী। ঘর সাজানোর জন্য বিভিন্ন সময় এ ফুল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কাজে এ ফুল ব্যবহৃত হয় যেমন বিয়ে, গায়ে হলুদ, বিভিন্ন সভা, সমাবেশ অনুষ্ঠানের স্থান ফুল দিয়ে সাজানো হয়।


কিভাবে গোলাপ ফুলের টব/মাটি তৈরি করবেন:

দো-আঁশ মাটি গোলাপ চাষের জন্য সবচাইতে উপযুক্ত। দো-আঁশ মাটি, গোবর সার বা কম্পোস্ট, পাতা পচা সার, একত্রে মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এরপর এই মিশ্রণে সরিষার খৈল ও বিভিন্ন ধরণের জৈব সার দিয়ে টবে একমাস রেখে দিতে হবে। এবং মাঝে মধ্যে টবের মাটি ওলট পালট করে দিতে হবে। এঁটেল মাটি গোলাপ চাষের জন্য ভাল নয়। টবের জন্য সার মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে মাটি বেশ ঝুরঝুরে থাকে এবং পানি না দাঁড়ায়।


গোলাপ ফুল চাষে কি ধরণের টব/পাত্রের আকৃতি বাছাই করবেন:

গোলাপ সাধারণত ঝোপ জাতীয় গাছ। আর ঝোপ জাতীয় গাছের জন্য বড় আঁকারের পাত্র বাছাই করা উত্তম। তবে প্রাথমিক পর্যায়ে ছোট সাইজের টব ব্যবহার করা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে যে আকারের টবে গাছ বসানো হবে পরের বছর তাঁর চাইতে বড় আঁকারের টবে গাছ স্থানান্তর করলে বেশী ফুল পাওয়া যায়। এছাড়া মাটির তৈরি কাঠ, কংক্রিট, সিরামিক এবং প্লাস্টিকের তৈরি টবও গোলাপ চাষের জন্য ব্যবহার করা যেতে পারে।


গোলাপের জাত বাছাই করা:

গোলাপের চারা যেকোন নার্সারী থেকে অনেক ভাল মানের চারা সংগ্রহ করতে পারেন। তবে চারা সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে চারা যেন সুস্থ, সুন্দর, সবল হয়। তবে এখন বীজ থেকে গোলাপের চারা তৈরি করা গেলেও প্রধানত কলমের চারাই ব্যবহার করা হয়। সাধারণত গুটি কলম, শাখা কলম (কাটিং), চোখ কলম (টি বাডিং) ইত্যাদি উপায়ে গোলাপের চারা প্রস্তুত করা হয়।


গোলাপ ফুল চাষ/রোপনের সঠিক সময় :

গোলাপের চারা যেকোনো সময় লাগানো যায়। তবে সেপ্টেম্বর-অক্টোবর ও জানুয়ারি-ফেব্রুয়ারি মাস চারা লাগানোর উত্তম সময়। এসময় চারা লাগালে বেশী দিন ধরে ফুল পাওয়া যায়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত গোলাপের চারা ফুল দেখে পছন্দ করে কেনা সম্ভব হয়। এ সময় চারা সংগ্রহ করা উত্তম।


কিভাবে গোলাপ ফুলের চারা লাগাবেন ও সঠিক নিয়মে পানি সেচ দিবেন:

গোলাপ চাষের ক্ষেত্রে গাছের প্রতি অধিক যত্নশীল হতে হবে। সবসময় গাছের যত্ন নিতে হবে। টবের মাটি তৈরি হয়ে যাওয়ার পর সঠিক সময়ে টবে চারা অথবা কলম চারা লাগাতে হবে। পাশাপাশি টবের গাছ কখনই শুকিয়ে যেতে দেয়া যাবে না। গরমের সময় সকালে ও বিকালে ২ বার পানি দিতে হবে অথবা মালচিং করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যাতে গাছের গোড়ায় পানি দাঁড়িয়ে না যায়।


টবে ঝাঁঝরি দিয়ে পানি সেচ দেওয়া ভাল। অতিরিক্ত পানিতে গাছের শিকড় ও গোড়া পচে যায়। চারা লাগানোর পর এমন পরিমান সেচ দিতে হবে যেন টবের মাটি সাতদিন পর্যন্ত ভেজা থাকে। তাই পানি সেচ দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।


সঠিক নিয়মে গোলাপ ফুলের চাষাবাদ পদ্ধতি/কৌশল:

গোলাপ গাছে যাতে চারিদিক হতেই আলো পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। গোলাপের টব খোলামেলা আলো বাতাসপূর্ণ স্থানে রাখতে হবে যাতে সকালের সূর্য কিরণ পায় এবং প্রায় ৬-৮ ঘণ্টা সূর্যের আলো পায়। গোলাপের গাছ সবসময় ঘুরিয়ে ফিরিয়ে আলো বাতাসে রাখা ভাল। তা না হলে একদিকে রাখলে দেখা যায় যে গাছটি কেবল আলোর দিক দিয়েই বাড়বে। এবং মাঝে মধ্যে টবের মাটিতে জন্মানো আগাছা পরিষ্কার করে দিতে হবে। ও মাটি খুচিয়ে দিতে হবে।


গোলাপ ফুল গাছে সারের পরিমাণ ও সার প্রয়োগ:

গোবর ও সরিষার খৈল ৪-৫ দিন পানিতে পচিয়ে তরল করে মাসে ১ বার ব্যবহার করা যায়। সেক্ষেত্রে টবের উপরের মাটি ৮ সেঃমিঃ – ১০ সেঃমিঃ তুলে দিতে হবে। গোলাপের দুর্বল গাছে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হিসাবে ইউরিয়া মিশিয়ে সকাল বিকাল কয়েকদিন পাতায় স্প্রে করলে গাছ দ্রুত তাজা হয়। এছাড়া গোলাপ গাছের জন্য সরিষার পচা খৈল, টিএসপি, পটাশ, হাড়ের গুঁড়া এসব অত্যন্ত উপকারী সার হিসেবে ব্যবহৃত হয়।


গোলাপ ফুলের বাগানে পোকামাকড় দমন ও বালাইনাশক/কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন:

গোলাপ গাছে সাধারণত বিভিন্ন ধরণের পোকা ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। তাই সবসময় সঠিক নিয়মে কীটনাশক ব্যবহার করতে হবে। গোলাপ গাছ ছাঁটাইয়ের পর ডাইব্যাক রোগের আক্রমণ হতে পারে। সুতরাং গাছ ছাঁটাইয়ের আগে ও পরে কীটনাশক ও ছত্রাক নাশক প্রয়োগ করা দরকার।


কিভাবে গোলাপ ফুল বাগানের যত্ন ও পরিচর্যা করবেন:

গোলাপ প্রচুর শাখা বিস্তারকারী গুল্ম জাতীয় গাছ। গোলাপ গাছের ফুল দেয়া শেষ হলেই গাছ ছেঁটে দিতে হবে। নিয়মিত গাছ ছাঁটাই করলে বেশী ও বড় আকারের ফুল পাওয়া যায়। গ্রীষ্মকালের অতিরিক্ত রোদ গোলাপ গাছে না লাগানোই ভাল কেননা এতে ফুলের রং ফ্যাকাসে হয়ে যায়। বর্ষার পর অক্টোবর-নভেম্বর মাস ছাঁটাইয়ের জন্য ভাল সময়।


কখন ও কিভাবে ফুল সংগ্রহ ও সংরক্ষণ করবেন

গোলাপ ফুল সাধারণত কুঁড়ির পর্যায়ে আসার পর কাটা উচিত। কাট ফ্লাওয়ার হিসাবে ফুল লম্বা পুষ্প দন্ড কয়েকটি পাতা সহ ধারালো ছুরি দিয়ে কাটতে হয়। ফুল কাটার কাজটি খুব সকালে অথবা শেষ বিকেলে করা উচিত। ফুলদানীর পানিতে ৩% গ্লুকোজ মিশ্রিত করে তামার তাঁর ফুলদানির মধ্যে ডুবিয়ে ফুলদানির মুখে জড়িয়ে রেখে কাট ফ্লাওয়ার আয়ুস্কাল বৃদ্ধি করা সম্ভব।


কি পরিমাণ গোলাপ ফুল পাওয়া যাবে:

যদি সঠিকভাবে যত্ন পরিচর্যা করা হয় তবে একটি আদর্শ লম্বা কান্ডযুক্ত গোলাপ গাছের জাত প্রতি বছর প্রায় ১৫ থেকে ৩০ টি ফুল উৎপন্ন করে।


সংকলনে- মোঃ

এজাজ আহমেদ

Comments


©2019 by Azaz Tech.Com. Proudly created with Wix.com

bottom of page